Opu Hasnat

আজ ১৬ অক্টোবর মঙ্গলবার ২০১৮,

মাগুরায় সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত মাগুরা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

মাগুরা-ঝিনাইদহ সড়কে ইছাখাদা নামক স্থানে রবিবার সন্ধায় দ্রুতগামি প্রাইভেট কারের চাপায় সমশের আলী মোল্লা (৫৫) নামের এক সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। 

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, ইছাখাদা গ্রামের কৃষক সমশের মোল্লা গতকাল মাগুরা শহর থেকে বাই সাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলো। ইছাখাদা বাজার পার হলে ছোট ব্রিজ নামক স্থানে পৌছালে পেছন থেকে দ্রুতগামি একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে মাগুরা থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মাগুরা থানায় মামলা রুজু হয়েছে। পুলিশের তদন্ত চলছে।