Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

কোটা পুনর্বহালের দাবিতে ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন মুক্তিবার্তাফরিদপুর

কোটা পুনর্বহালের দাবিতে ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পুনর্বহালের দাবিতে ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মন্টু বক্তব্য দেন। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে  মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পুনর্বহালের দাবি জানানো হয়।

এই বিভাগের অন্যান্য খবর