Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০১৯,

দুর্গাপুরে কেন্দ্রীয় আ’লীগ নেতা রেমন্ড আরেং এর গণসংযোগ নেত্রকোনা

দুর্গাপুরে কেন্দ্রীয় আ’লীগ নেতা রেমন্ড আরেং এর গণসংযোগ

নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা - ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে গণসংযোগে মাঠে নেমেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যনির্বাহী সংসদ এর সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং।  

রোববার সকালে প্রায় ৫শাতধিক মোটরসাইকেল নিয়ে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় সাথে থাকা আওয়ামীলীগ নেতা জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, গোলাম ফাহ্মি ভুইয়া শিপার, মীর ফরিদ মিন্টু সহ নেতাকর্মী ও সাধারন মানুষের সাথে মতবিনিময় শেষে লেঙ্গুরা ইউনিয়নে আওয়ামীলীগের বর্ষবরণ অনুষ্ঠান ও এক জনসভায় যোগ দেন। 

জনসভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদেরই সেবা করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দ্বিধাদন্দ ভুলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার বিজয় ছিনিয়ে এনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আহ্বান জানান।