Opu Hasnat

আজ ২৪ এপ্রিল মঙ্গলবার ২০১৮,

জনপ্রিয় হিমুর অবদান এবার ক্রীড়াঙ্গনে নড়াইল

জনপ্রিয় হিমুর অবদান এবার ক্রীড়াঙ্গনে

নানামুখি উন্নয়নের সাথে জড়িত কেন্দ্রীয় আ’লীগ নেতা শেখ মোঃ আমিনুর রহমান হিমু এবার ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন। রবিবার (১৫ এপ্রিল) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন তিনি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট উপলক্ষে ব্যক্তিগতভাবে ক্রীড়াপ্রেমী হিমু এ চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুবুর রশিদ, ডিডিএলজি মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।

এর আগে গত ৩০ মার্চ নড়াইলের আমাদা আদর্শ কলেজে এই নেতা নিজ খরচে একতলা ভবন বিশিষ্ট একটি বিজ্ঞানাগার ও গ্রন্থাগার তৈরি করে দেন। এছাড়া তিনি ব্যক্তি উদ্যোগে বেশ কয়েটি মসজিদ ও মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। যা এলাকায় বিশেষ ভাবে সাড়া ফেলেছে। 

এই বিভাগের অন্যান্য খবর