Opu Hasnat

আজ ২৬ মার্চ মঙ্গলবার ২০১৯,

দিনাজপুরে সাবেক কমান্ডার সিদ্দিক গজনবীর দাফন সম্পন্ন দিনাজপুর

দিনাজপুরে সাবেক কমান্ডার সিদ্দিক গজনবীর দাফন সম্পন্ন

দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক গজনবীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ এপ্রিল) বাদ জোহর দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

জানাজার নামাজে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা বিএনপি নেতা সাবেক এমপি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এ্যাডঃ এম.এ মজিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন। 

জানাজার নামাজের পূর্বে মরহুম সিদ্দিক গজনবীর মরদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মরহুম সিদ্দিক গজনবীর মরদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।

জানাজা শেষে মরহুম সিদ্দিক গজনবীকে শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, ১২ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ১০টায় ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক গজনবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।