Opu Hasnat

আজ ১৭ ডিসেম্বর সোমবার ২০১৮,

ইভটিজিং এ বাঁধা দেওয়ায় পরিবারকে বাড়ী ছাড়ার হুমকি! ভোলা

ইভটিজিং এ বাঁধা দেওয়ায় পরিবারকে বাড়ী ছাড়ার হুমকি!

ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বোনের ইভটিজিং-এ বাধা দেওয়ায় পরিবারের সবাই কে বাড়ী ছাড়ার হুমকি দিয়েছে বখাটের পরিবার।

সূত্রে জানা যায়, ইলিশা নেছারিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাএী ব্যবসায়ী নুরনবী ডাক্তারে মেয়ে, খুশি আক্তার কে মাদ্রাসায় আসা যাওয়ার পথে ইভটিজিং করতো একই এলাকার সফিকুল ঘরামির ছেলে সোহাগ (১৯) ইভটিজিং বাধা দেওয়ায় গত কয়েকদিন পূর্বে খুশি আক্তার এর ভাই মিজানুর রহমান বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে ঐ বখাটেরা, পরে ৫ দিন সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, আমার বোনের ইভটিজিং এর বাধা দেওয়ায় আমাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা, এবং বর্তমানে আমাদের কে বাড়ী ছাড়ার হুমকি দিচ্ছে বখাটে সোহাগ ও তার পরিবারের লোকজন, আমরা এই বিষয়টি নিয়ে নেছারিয়া মাদ্রাসায় লিখিত অভিযোগ এবং স্থাণীয় বাবুল মেম্বারসহ গন্যমান্য ব্যক্তি দের জানালে ও কোন সমাধানে আসেনি, আরো আমাদের বাড়ী ছাড়ার করার হুমকি দিচ্ছে, মিজানুর রহমান জানান আমার বোনের ইভটিজিং এর বাধা দেওয়ায় আমাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা, এবং বর্তমানে আমাদের কে বাড়ী ছাড়ার হুমকি দিচ্ছে বখাটে সোহাগ ও তার পরিবারের লোকজন, আমরা এই বিষয়টি নিয়ে নেছারিয়া মাদ্রাসায় লিখিত অভিযোগ এবং স্থাণীয় বাবুল মেম্বারসহ গন্যমান্য ব্যক্তি দের জানালে ও কোন সমাধানে আসেনি, আরো আমাদের বাড়ী ছাড়ার করার হুমকি দিচ্ছে। 

এ ব্যাপারে ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমাকেও জানিয়েছে। 

এ ব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

এই বিভাগের অন্যান্য খবর