Opu Hasnat

আজ ২৬ মার্চ মঙ্গলবার ২০১৯,

ফরিদপুরে চাকুরী জাতীয়করণ ও বৈশাখী ভাতার দাবীতে শিক্ষকদের মানববন্ধন ফরিদপুর

ফরিদপুরে চাকুরী জাতীয়করণ ও বৈশাখী ভাতার দাবীতে শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও বৈশাখী ভাতা প্রদান দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর সদর উপজেলা শাখা। রবিবার সকাল সাড়ে ১০ টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধাঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ইউসূফ আলী মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা। এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি মোঃ ইয়াকুর আলী, সাধারন সম্পাদক শাহ মোঃ আক্কাস, মোঃ শওকত আলী, অধ্যাপক জাহাঙ্গির হোসেন, মোঃ পলাশ মিয়া প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষকদের নানা ভাবে বৈষম্যে শিকার করে রাস্তায় নামাতে বাধ্য করেছে। বক্তারাবলেন, এক দেশে দুই নীতি মানবো না। ছাত্রদের কোটার দাবী মানলে শিক্ষকদেরও দাবী মানতে হবে। আগামী বাজেটে বৈশাখী ভাতা সহ শিক্ষকদের চাকুরী জাতীয় করণের ঘোষনা প্রদানের দাবী করেন শিক্ষক নেতৃবৃন্দ। অন্যথায় দেশব্যাপী শিক্ষকরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দেন।