Opu Hasnat

আজ ২৭ মার্চ বুধবার ২০১৯,

টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩ গাজীপুর

টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় রাজধানী ঢাকার সাথে নারায়ণগঞ্জ ছাড়া সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

তিনি আরও বলেন ট্রেনটির পেছনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ার পরও গতির কারনে ওই অবস্থায় ট্রেনটি বেশ কিছুটা পথ এগিয়ে যায়। এক পর্যায়ে দুটি বগি কাত হয়ে লাইনের পাশে পড়ে যায়। এতে করে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।