Opu Hasnat

আজ ২২ জুলাই রবিবার ২০১৮,

সনৎ বসু’র ছড়া ‘নববর্ষের হাঁক’ শিল্প ও সাহিত্য

সনৎ বসু’র ছড়া ‘নববর্ষের হাঁক’

আকাশ বাতাস মাতিয়ে দিলো
নববর্ষের হাঁক
স্বদেশ আমার জন্মভূমি
সবাই সুখে থাক।

সবার ঘরে খুশির দোলায়
দুলুক খোকাখুকু
দুঃখ অভাব যাক ঘুচে যাক
এই মিনতিটুকু।

নববর্ষ স্বপ্ন ছড়ায়
নগরে প্রান্তরে
নতুন দিনের নতুন শপথ
জাগে যে অন্তরে।

অন্তরে যেই বাজনা বাজে
টাক ডুমা ডুম টাক
নববর্ষ বলছে হেসে
সবাই সুখে থাক।