Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

বিএমএসএফ এর প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান মিডিয়াদিনাজপুর

বিএমএসএফ এর প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দিনাজপুর জেলা শাখার আয়োজনে জাতীয় গণমাধ্যম সপ্তাহ (১-৭ মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা কমিটির সভাপতি সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক মোফাচ্ছিরুল রাশেদের নেতৃত্বে জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের নিকট স্মারকলিপি প্রদান করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন (বিএমএসএফ) রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী শাহ আলম শাহী, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি একরামুল হক চঞ্চল, সহ-সভাপতি মনছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ কুরবান আলী, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক লিটন হোসেন আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান মিজান, নির্বাহী কমিটির সদস্য, এ,কে,এম শফিউদ্দীন আহমেদ, ওয়াহেদুর রহমান, সদস্য মিজানুর রহমান ডোফুরা, সাংবাদিক সুবীর চক্রবর্তী ছোটন, আজাহার আলী, একরামুল হক প্রমুখ।