Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ভারতে স্কুলবাস খাদে পড়ে অন্তত ২৭ শিশু নিহত আন্তর্জাতিক

ভারতে স্কুলবাস খাদে পড়ে অন্তত ২৭ শিশু নিহত

হিমাচল প্রদেশের কাংরা উপত্যকায় একটি স্কুলবাস ১০০ ফুট গভীর খাদে পড়ে অন্তত ২৭ শিশুর মৃত্যু হয়েছে। খবর এএনআই এর।

পুলিশ জানিয়েছে, সরু পাহাড়ি রাস্তায় খুব জোরে বাসটি চালাচ্ছিলেন চালক। এতেই ঘটে এ দুর্ঘটনা। বাসটি একটি বেসরকারি স্কুলের।

রাজধানী শিমলা থেকে ২২০ কিলোমিটার দূরে কাংরার নুপুর টাউনে খাদে পড়া বাসে আটকে পড়া স্কুলপড়ুয়াদের উদ্ধার করতে ছুটে যান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সদস্যরা। তাঁরা বাসে আটকে পড়া কয়েকটি শিশুকে উদ্ধারও করেন। আহত শিশুদের ৯০ কিলোমিটার দূরে পঠানকোট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে গভীর দুঃখপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন-
I am deeply anguished by the loss of lives due to a bus accident in Kangra, Himachal Pradesh. My prayers and solidarity with those who lost their near and dear ones in the accident: PM @narendramodi

পুলিশ জানিয়েছে, ওই বাসটি একটি বেসরকারি স্কুলের। স্কুলটির নাম- ‘ওয়াজির রাম সিংহ পাঠানিয়া মেমোরিয়াল পাবলিক স্কুল’। বাসটিতে ছিল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, ‘‘মুখ্যসচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তার পরেই এনডিআরএফ-কে ডাকা হয়েছে। রাজ্য সরকার এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।’’

নিহত ও আহত শিশুদের প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। আনন্দবাজার