Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চুয়াডাঙ্গায় হাইব্রীড জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত কৃষি সংবাদচুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় হাইব্রীড জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর মাঠে হাইব্রীড সানশাইন ২৭৬০ জাতের ভুট্টার প্রদর্শনী ক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে দামুড়হুদার জয়রামপুর বারুইপাড়ার মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

২০১৭-২০১৮ অর্থ বছরের রাজস্ব অর্থায়নে প্রদর্শনী প্লটে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের আয়োজনে মাঠ দিবসে সভাপতিত্ব করেন, জয়রামপুর গ্রামের চাষি আবুল হোসেনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আলমঙ্গীর হোসেন ও উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম।

দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ সুফি মোহাম্মদ রফিকুজ্জামান জানান, এই হাইব্রীড জাতের ভুট্টার বীজের দাম কম ফলন ও বেশি হয়ে থাকে,  রোগ বালাই কম, দেরিতে লাগালে ও ফলন ভালো হয়। জমির অন্য ফসল কেটে সে জমিতে দেরিতে লাগানো যায়।

অনুষ্ঠান প্রায় শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কৃষিবিদ উদ্ভিদ সংরক্ষন অফিসার কায়জার আলী।