Opu Hasnat

আজ ২৪ এপ্রিল মঙ্গলবার ২০১৮,

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মিডিয়াদিনাজপুর

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার ৭ এপ্রিল দিনাজপুর প্রেসক্লাবে সাধারণ সভা  প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার।

আলোচনায় অংশ নেন দিনাজুপর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরুল হুদা দুলাল, সাবেক সভাপতি মিজানুর রহমান লুলু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, সদস্য মো. ওবায়দুর রহমান, মো. আব্দুর রহমান প্রমুখ। 

সভায় সংগঠনের আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রেসক্লাবের সদস্য মো. আকরাম হোসেন বাবলু। এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি মির্জা আশফাক হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতে মৃত সাংবাদিকবৃন্দের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।