Opu Hasnat

আজ ২৪ এপ্রিল মঙ্গলবার ২০১৮,

চরভদ্রাসনে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সময় চাইলেন সিভিল সার্জন স্বাস্থ্যসেবাফরিদপুর

চরভদ্রাসনে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সময় চাইলেন সিভিল সার্জন

গত বুধবার চরভদ্রাসন হাসপাতালের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের দাবীতে অনুষ্ঠিত মানব বন্ধনের সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশের পর শনিবার দুপুর একটার দিকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা: মো: শাহজাহান কবীর চৌধুরী।  

এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন পরে স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্য ও মানবন্ধনের নেতৃত্ব দানকারী মোতালেব মোল্যা ও হাসপাতালের কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সময় চেয়ে স্থানীয় সকলের সাহায্য কামনা করেন তিনি। পর্যাপ্ত আলো, ফ্যান, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সময় বেধে দেন তিনি। পাশাপাশি তিনি কমপক্ষে তিনজন ডাক্তার নিয়মিত হাসপাতালে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

এই বিভাগের অন্যান্য খবর