Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

বড়াইগ্রামে কলেজ শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড নাটোর

বড়াইগ্রামে কলেজ শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

নাটোরের বড়াইগ্রামের কলেজ শিক্ষক আনিছুর রহমান আরিফ হত্যা মামলার রায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ  মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। 

সরকারি কৌশুলী এ্যাড. সিরাজুল ইসলাম জানান, আনিছুর রহমান আরিফ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের আবতাবউদ্দিনের ছেলে ও সদর উপজেলার দত্তপাড়া বেগম খালেদা জিয়া কলেজের শিক্ষক। ২০০৯ সালের ১৮ জুলাই রাত ১০টার দিকে ব্যাক্তিগত কাজ সেরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে জোয়াড়ি ইউনিয়নের রামাগাড়ি এলাকায় রাস্তার পাশে ফেলে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক  হাবিবুর রহমান হবি ও আমিরুল ইসলাম নামে ২ আসামীক যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।