Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পুলিশ হত্যা মামলার আসামির আ. লীগে যোগদান রাজশাহী

পুলিশ হত্যা মামলার আসামির আ. লীগে যোগদান

রাজশাহী সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল আলম পল্টু অবশেষে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে ফুল দিয়ে বিএনপি নেতা পল্টু আওয়ামী লীগে যোগ দেন। পল্টুকে দলে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন লিটন। এই নিয়ে দলের সাধারণ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর নগরীর বাটারমোড় এলাকায় বোমা হামলায় পুলিশ কনস্টেবল সিদ্ধান্ত রায় নিহত হন। এই মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি বিএনপি নেতা তরিকুল ইসলাম পল্টু ।
বিএনপি নেতা তরিকুল ইসলাম পল্টু পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যা মামলাসহ বেশ কিছু মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি গত কয়েকমাস ধরে পলাতক ছিলেন।
পল্টুর আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এএইএম খাায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনপ্রাণিত হয়ে পল্টু আওয়ামী লীগের যোগ দিয়েছেন।
অন্যদিকে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, মামলা থেকে বাঁচতেই পল্টু আওয়ামী লীগে গেছেন।