Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

জবিতে মঞ্চায়িত হলো নাটক ‘তার্ত্যুফ’ শিক্ষা

জবিতে মঞ্চায়িত হলো নাটক ‘তার্ত্যুফ’

ফরাসি নাট্যকার মলিয়ের রচিত ‘তার্ত্যুফ’ নাটকটি রবিবার বিকাল ৪ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চায়িত হরো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা প্রযোজনার অংশ হিসেবে উক্ত নাটকের নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন জবি নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শামস শাহরিয়ার কবি।

উল্লেখ্য, নাটকটিতে অভিনয় করেছেন নাট্যকলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।