Opu Hasnat

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

মাগুরায় ঝড়, বজ্রপাতে ও শিলাবৃষ্টিতে নিহত ৩ মাগুরা

মাগুরায় ঝড়, বজ্রপাতে ও শিলাবৃষ্টিতে নিহত ৩

মাগুরা জেলার উপর দিয়ে গতকাল সন্ধায় ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে ৩ জন নিহত, আহত ২০ ও গাছ পালা মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান আজ স্থানীয় সাংবাদিকদের জানান, গতকাল বিকাল ৫ টার দিকে আকর্ষিকভাবে মেঘ কালো হয়ে ওঠে ও প্রচন্ড ঝড় বইতে শুরু করে। ঝড় চলাকালে বজ্রপাত, বড় বড় শিল পড়তে থাকে। বজ্রপাতে পলিতা বেরইল গ্রামের আকরাম হোসেন(৫০), রাজপাট গ্রামের রেহান আলী(৫) এবং মাগুরা মোল্লা পাড়া এলাকার আলীম উদ্দীন(২৫) মারা গেছে। ঝড়ে বড় বড় গাছ পালা ভেঙ্গে পড়েছে, শিলা বৃষ্টিতেগাছের বিভিন্ন ফল, মাঠের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে মাগুরা, বিনোদপুর, ছনপুর, উড়ুড়া, খালিয়া ও ঘোড়ানাছ সহ আশেপাশর গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। মাগুরা জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ২০ মেট্রিক টণ চাল, ৫০ হাজার টাকা নগদ ও ৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করেছে।