Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

লোহাগড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ কৃষি সংবাদনড়াইল

লোহাগড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে এ প্রণোদনা ৩৯০ জন চাষীদের মাঝে বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেণ বিশ্বাস, মধুমতি ব্লাড ডোনার ক্লাবের সভাপতি বেলাল সানি প্রমুখ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সময় উচ্চ ফলনশীল আউশ ও নেরিকা আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে চাষীদের মাঝে বিনা মুল্যে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।