Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

দৌলতপুরে হত্যাকান্ডের ঘটনায় আটক ৩ কুষ্টিয়া

দৌলতপুরে হত্যাকান্ডের ঘটনায় আটক ৩

কুষ্টিয়ার দৌলতপুরে কাজী এনামুল হক (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

আটককৃতরা হলেন- উক্ত এলাকার ফারুক হোসেন (৩০), আবুল কালাম (২৫) ও তার বাবা পলান (৫৮) নামের তিনজনকে আটক করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মৌবাড়িয়া গ্রামের মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে স্থানীয় কাজী ও মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার রাতে মৌবাড়িয়া বাজারে কাজী  গ্রুপ ও মন্ডল গ্রুপের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে কাজী গ্রুপের লোকজন মন্ডল গ্রুপের আমিরুল ইসলামকে লাঞ্চিত করে। পরে আমিরুল ইসলামের পক্ষের লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় এনামুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 

পরে রাত ২টার দিকে কাজী গ্রুপের লোকজন আমিরুলের বাড়ির রান্না ঘরের দেয়াল ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে তার তিনটিঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে রক্ষিত আসবাবপত্র, নগদ টাকা, জামা কাপড়, মোটর সাইকেল, বইখাতা আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় পুলিশ ও র‌্যাবের অভিযান অব্যহত রয়েছে। শনিবার রাত ৯টা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।