Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সালথায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ নারী ও শিশুফরিদপুর

সালথায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

ফরিদপুরের সালথায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল খাদিজা আক্তার (১৪) নামে এক নাবালিকা। বুধবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের তেগাতিয়া গ্রামে এঘটনা ঘটে। খাদিজা ঐ গ্রামের হাবিবুর রহমানের কন্যা। 

জানা যায়, বুধবার তেগাতিয়া গ্রামের হাবিবুর রহমানের ১৪ বছর বয়সী কন্যা খাদিজাকে বিয়ে দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়। বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের হস্তক্ষেপে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে গট্টি ইউপি চেয়ারম্যানকে পাঠিয়ে বিবাহ বন্ধ করা হয়েছে।