নগরকান্দায় পাচঁ দিন বয়সী কন্যা শিশুকে হত্যার অভিযোগ মা ও দাদীর বিরুদ্ধে নারী ও শিশু /  ফরিদপুর / 
ফরিদপুরের নগরকান্দায় ৫ দিন বয়সের কন্যা শিশুর জন্ম দিয়ে পাচঁ দিন পর হত্যা করার অভিযোগ উঠেছে শিশুটির মা ও দাদীর বিরুদ্ধে। আর শিশুকে হত্যার অপরাধে মা হামিদা বেগম(৩৫) এবং দাদী ফরিদা বেগমকে(৭০) আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
নদগরকান্দা থাানার এস আই মাহামুদুল হাসান জানান, উপজেলার কাইচাইল ইউনিয়নের জাকির মোল্যার স্ত্রী হামিদা বেগম গত মঙ্গলবার কন্যা শিশুটির জন্ম দেয়। রবিবার হঠাৎ শিশুটিকে ঘরে পাওয়া যাচ্ছেনা বলে চিৎকার করে শিশুর দাদী এবং মা। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে নগরকান্দা থানা পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার।
এদিকে নবজাতক হত্যার অপরাধে প্রাথমিক সন্দেহ এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা এবং দাদিকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের ধারনা, পরপর দুটি কন্যা শিশু জন্ম দেয়ায় শ্বাশুরি এবং মা দুজনে মিলে নিরবে হত্যা করেছে শিশুটিকে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।