Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে চট্টগ্রাম

চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে

চট্টগ্রাম  জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারি সেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে যাতে কোন ধরনের গাফেলতি না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রামের বহুমুখী উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। ফলে সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ  সরকারের বিভিন্নস্তরে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। দেশ অর্থনেতিকভাবে এগিয়ে যাওয়ায় আমরা এখন নিম্নমধ্যম আয়ের থেকে মধ্যম আয়ের দেশে পর্দাপণ করছি। সরকারের বহুমুখী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সরকারের কোন কাজে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। 

রোববার সকাল ১০টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) ইয়াছমিন পারভীন তিবরীজির সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ, জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ,  উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী (হাটহাজারী), মোজাফফর আহমদ (পটিয়া), মুহাম্মদ জহিরুল ইসলাম (বাঁশখালী), এম তৌহিদুল আলম (ফটিকছড়ি), তৌহিদুল হক চৌধুরী (আনোয়ারা), ফারুক চৌধুরী (কর্ণফুলী), জেলা ট্রাক-মিনি ট্রাক ও কভার্রভ্যান মালিক গ্রুপের সভাপতি মো. আবদুল মান্নান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল হক চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) মো. বখতিয়ার নূর সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শওকত ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসদুর রহমান মোল্লা (বাঁশখালী), দীপক কুমার রায় (ফটিকছড়ি), গৌতম বাড়ৈ (আনোয়ারা), মোহাম্মদ কামাল হোসেন (রাঙ্গুনিয়া), আক্তারউননেছা শিউলী (হাটহাজারী), সাইদুজ্জামান চৌধুরী (স›দ্বীপ), মোবারক হোসেন (সাতকানিয়া), মোহাম্মদ সাইফুল কবির (মিরসরাই), নাজমুল ইসলাম ভূইয়া (সীতাকুন্ড), জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক, বোয়ালখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার শেপু, হাটহাজারীর মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক চৌধুরী ও জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম প্রমুখ। 

সভায় সরকারের বিভিন্নস্তরে কর্মরত পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন স্তরে কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা কর্ণধার কমিটির সভা, লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রকল্প-৩(এলজিএসপি-৩) এর আওতায় জেলা সমন্বয় কমিটির (ডিসিসি) সভা এবং গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ক সভা। এ সব সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।