Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

সৈয়দপুরে সেবকের প্রধান কার্যালয় উদ্বোধন নীলফামারী

সৈয়দপুরে সেবকের প্রধান কার্যালয় উদ্বোধন

সৈয়দপুর প্লাজার তৃতীয় তলার ব্লক ডি- ১০, ১১ ও ১২ তে সেবক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, যার রেজিঃ নং-০৫/নীল/১২ এর প্রধান কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহম্মেদ। পরে জিএম কামরুল হাসানের সভাপতিত্বে ও শাহীবুল ইসলাম লেবুর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন পর্ষদের সদস্য মমিনুল ইসলাম মিঠু, হাফিজুর রহমান খান, মমিনুর রহমান খান প্রমুখ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সাল রনি, আরশেদ আলো, শেখ নিজাম উদ্দিন, আরশাদ আলী পাপ্পু, শামীম, রিক্তা সহ অন্যান্য সদস্যবৃন্দ।