Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচি পালিত খুলনা

পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচি পালিত

পাইকগাছায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল,সামাজিক সংগঠন ও সকল শিক্ষা প্রতিষ্ঠান এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোভাযাত্রা, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ উপস্থাপনসহ আলোচনা সভা করেছে। 
 
শনিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন ও র‌্যালী শেষে পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশ গ্রহন করেন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, অধ্যক্ষ রবিউল ইসলাম ও মিহির বরন মন্ডল, অধিকাংশ সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ যোগদান দেন।
 
এদিকে পৌর সদরের রাজনৈতিক কার্যালয়ে উপজেলা আ'লীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজীর সভাপতিত্বে ও কলেজ শিক্ষক ময়নুল ইসলামের পরিচালনায় ব্ঙ্গবন্ধুর জীবনের উপর বক্তব্য রাখেন দলীয় পদ-পদবী নেতাকর্মীদের মধ্যে, নির্মল মজুদার,জামাল হোসেন, এ্যাডঃ শেখ আঃ রশীদ, আনিছুর রহমান মুক্ত, উত্তম কুমার দাশ, দেবব্রত রায়, জগদীশ রায়, আঃ মজিদ বয়াতি, শেখ মাসুদুর রহমান, আজিবর রহমান, প্রনব কান্তি মন্ডল, দ্বীজেন মন্ডল, আসিফ ইকবাল রনি, এসএম মশিয়ার রহমান, ইমরান, রাসেল, মাহাফুজ, জিনারুল, রহিম, ইসমাইলসহ অনেকে। 
 
এ ছাড়া উপজেলার ১০ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্ঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচি পালিত হয়েছে। এদিকে, পাইকগাছা আলিম মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
অধ্যক্ষ আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক আবু সাদেক, আ ফ ম আব্দুল মান্নান, নজরুল ইসলাম, আব্দুল মজিদ, দেলোয়ার হোসেন, সোহরাব হোসেন, সহকারী শিক্ষক আব্দুল গফুর, আবু হেনা, বিকাশ রায়, ইব্রাহিম লোদী, কৌস্তভ সানা, আবু বকর, সুকুমার মন্ডল, ইমদাদুল হক, শিক্ষার্থী আসিফুজ্জামান, হাবিবা খাতুন, মুন্নি খাতুন, আছিয়া খাতুন। 
 
গদাইপুরের চেঁচুয়া কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, লিপিকা রাণী মন্ডল (সিএইচসিপি), আব্দুর রশিদ নায়েব, প্রজিৎ রায়, নিরান মন্ডল, শহিদুল মিস্ত্রী, ফরিদা বেগম, আশীষ বিশ্বাস, প্রিয়াংকা প্রমুখ।