Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সভাপতি মতিউর, সিনিয়র সহ সভাপতি মুকুট ও সম্পাদক ইমন

সুনামগঞ্জ জেলা আ’লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিঠি অনুমোদন সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা আ’লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিঠি অনুমোদন

বহু জল্পনা-কল্পনার অবসান কাটিয়ে দীর্ঘ ১৮ বছর পর অবশেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মতিউর রহমানকে সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুটকে সিনিয়র সহ সভাপতি এবং ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনকে সাধারন সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা  হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে সুনামগঞ্জ জেলা আ’লীগের কমিটির অনুমোদন দিয়েছেন।
  
দলীয় সূত্রে জানা যায়, অনুমদিত কমিটিতে বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি পদে ১১ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন রয়েছেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্জ্ব মতিউর রহমান। জেলা অওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট নতুন কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির অপর সহ-সভাপতিরা হলেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি (ছাতক-দোয়ারা) মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি শফিকুল আলম ও বর্তমান পিপি খায়রুল কবীর রুমেন, শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. অবণী মোহন দাস, সাচনাবাজার ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সৈয়দ আবুল কাসেম।

যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট নান্টু রায়, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে শংকর দাস, সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ। আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, কৃষিবিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলাবিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, দফতর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, প্রচার সম্পাদক পদে গোলাম সাবেরীন সাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে শামীম আহমেদ চৌধুরী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন সীতেশ তালুকদার মঞ্জু।

জেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির সহ-সভাপতি সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর করিম শামীম জানান, বৃহস্পতিবার রাত ৭৫ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি গঠন অনুমোদন হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি ২-৩ দিনের মধ্যেই জানানো হবে।

উল্লেখ্য, প্রায় ১৭ বছর পর ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ঐতিহ্যবাহী বালু মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ওই সম্মেলনে মতিউর রহমান সভাপতি ও ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন কে সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ দুজনের নাম ঘোষণার পরই আওয়ামীলীগের মুকুট গ্রুপ ও ইমন গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের তুমুল হট্টোগোলের মাঝে সভা পন্ড হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই গ্রুপে বিভক্ত হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি তারা। জেলার এই গ্রুপিং সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এর প্রভাব বিস্তার করে। এ কারণে সভাপতি-সাধারণ সম্পাদক দিয়েই জেলা আ’লীগের দুই বছর সময় পার হওয়ায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগে এক ধরনের স্থবিরতা দেখা দেয়। সভাপতি-সাধারণ সম্পাদককে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দিলেও গ্রুপিং এর কারণে গত দুই বছর এক মাস পর বৃহস্পতিবার রাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

এই বিভাগের অন্যান্য খবর