Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস ধর্মঘট প্রত্যাহার ঝালকাঠি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

বরিশাল-ঝালকাঠি-বাগেরহাট-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় সমঝোতা বৈঠক শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। বুধবার সকালে বরিশাল-ঝালকাঠি-বাগেরহাট-খুলনাসহ ৬ রুটে সরাসরি বাস চলাচলে ঝালকাঠি বাস মালিক সমিতির বাধার প্রতিবাদে বরিশাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ধর্মঘট প্রত্যাহারের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলে বিকেল ৪টা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। 

এতে উপস্থিত ছিলেন- রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান শাহিন, বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন, বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাওলা কিসলু, পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু, ঝালকাঠি বাস মালিক সমিতির সহ-সভাপতি মাহমুদুর রহমান দুলাল, ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন আহমেদসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। 

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, বৈঠকে ঝালকাঠি বাস মালিক সমিতি নলছিটির রায়াপুর নামক স্থানে অস্থায়ী বাস টার্মিনাল উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর প্রেক্ষিতে ঝালকাঠি বাস মালিক সমিতির দুটি বাস সরাসরি কুয়াকাটা ও দশমিনায় চলাচল করবে। বৈঠকের মাধ্যমে গত কয়েকমাস ধরে বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্ব নিরসন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।