Opu Hasnat

আজ ২৬ মার্চ মঙ্গলবার ২০১৯,

অমিতজি ভালো আছেন: জয়া বিনোদন

অমিতজি ভালো আছেন: জয়া

যোধপুরে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার শুটিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তবে এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী-রাজনীতিবিদ জয়া বচ্চন।

সংবাদমাধ্যমে জয়া বচ্চন বলেন, ‘অমিতজি ভালো আছেন। তার পিঠে ও কাঁধে ব্যাথা ছিল। শুটিংয়ের পোশাকগুলো অনেক ভারি ছিল, এ কারণেই ব্যথা হয়েছে। এছাড়া তিনি সুস্থ আছেন।’

গতকাল মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমিতাভ। তবে এ অভিনেতার চিকিৎসার জন্য তৎক্ষণাৎ একদল চিকিৎসক মুম্বাই থেকে যোধপুরে পৌঁছান বলে জানা যায়।

নিজের ব্লগে অসুস্থতার বিষয়ে অমিতাভ লেখেন, ‘সকালে আমার চিকিৎসক টিমকে পাব, তারা আমার শরীরের কিছু প্রয়োজনীয় পরীক্ষা শেষে আবার আমাকে সারিয়ে তুলবে। আমি বিশ্রাম নেব এবং পর্যায়ক্রমে তথ্য জানাতে থাকব।’

অমিতাভ ছাড়াও থাগস অব হিন্দুস্তান সিনেমায় রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ।