Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

ব্রেকিং নিউজ

সীতাকুন্ডে নৌবাহিনীর সিভিল কর্মচারী খুন চট্টগ্রাম

সীতাকুন্ডে নৌবাহিনীর সিভিল কর্মচারী খুন

সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় আবছার আলী নামে নৌবাহিনীর একজন সিভিল কর্মচারী খুন হয়েছেন। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, আবছার প্রায় ২৫ বছর ধরে ভাটিয়ারি এলাকায় নৌবাহিনীর একটি স্থাপনায় চাকরি করছেন। স্থাপনার অদূরেই বাসা। বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে খুন হন। তার পেটে জখমের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, ছুরিকাঘাতে খুন হয়েছে বলে মনে হচ্ছে। তবে কিভাবে বা কারা খুন করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ওসি জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে সড়কে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করবে।