Opu Hasnat

আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার ২০১৮,

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নেত্রকোনা

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রাথমিক সমাপনি পরীক্ষায় এ+ পাওয়া ৯৬জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বিকেলে ইউএনও মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতি শিক্ষার্থীকে ১হাজার টাকা ও সনদ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শীতেষ চন্দ্র পাল, মন্তোষ কুমার দেবনাথ প্রমুখ। 

বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা, এ মন্ত্রকে সামনে রেখে জাতি গঠনে মান সম্মত শিক্ষা দেয়ার জন্য সকল প্রধান শিক্ষকদের আহবান জানানো হয়।