Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

ব্রেকিং নিউজ

দামুড়হুদায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা

দামুড়হুদায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায়  চোরাচালান, আইন শৃংখলা, নারী ও শিশু নির্যাতন ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত  উপজেলা পরিষদ সভাকক্ষে এই সকল সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে সভা গুলোতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা মডেল থানার এস আই আব্দুল গফুর, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল।
              
এছাড়াও উপস্থিত ছিলেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক আজিজুল হক আজিজ, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ গফুর, দামুড়হুদা পাইলট বয়েজ স্কুলের প্রখান শিক্ষক নজরুল ইসলাম, বিজিবির প্রতিনিধি, দর্শনা কাষ্টমস এর ইনেস্পটর, আনছার ভিডিপির প্রতিনিধি, দর্শনা সরকারী কলেজের প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।