Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জাতীয়

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

সিঙ্গাপুরে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ভবন ইস্তানায় আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকালে শেখ হাসিনা ইস্তানায় পৌঁছালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং তাঁকে অভ্যর্থনা জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনাও দেয়া হয়। 

অভ্যর্থনা অনুষ্ঠানের শুরুতেই সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনীর একটি বিশেষ দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়। তখন বেজে ওঠে দু’দেশের জাতীয় সংগীত।

সেখানে পৌঁছে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে পর লি সিয়েন লোংয়ের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেলে যাবেন সিঙ্গাপুর পোর্ট অথরিটিতে।

এর আগে গতকাল রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।