Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পদ্মাসেতুতে বসলো তৃতীয় স্প্যান শরিয়তপুর

পদ্মাসেতুতে বসলো তৃতীয় স্প্যান

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে তৃতীয় স্প্যানটি বসানো হয়েছে। এর মধ্য দিয়ে ৪৫০ মিটার দৃশ্যমান হলো পদ্মাসেতুর। 

আজ (১১ মার্চ) সকাল ৯টার দিকে সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। শিগগিরই বসতে পারে চতুর্থ স্প্যানটিও।
 
এর আগে শনিবার বিকালে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে পৌঁছায়। এই ক্রেনের ধারণ ক্ষমতা তিন হাজার ৬০০ টন।
 
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবির জানান, তিন হাজার ১৪০ টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরার প্রান্তে স্প্যানটি আনা হয়। শনিবার (১০ মার্চ) রাতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি আসে। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।
 
ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই স্প্যানটি ইয়ার্ড থেকে বের করে রাখা হয় ক্রেনে তুলতে। তবে সব প্রস্তুতি শেষ করতে আরও কয়েকদিন সময়ের প্রয়োজন ছিল, তাই মাওয়া থেকে এটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া শুরু হয় শুক্রবার (৯ মার্চ)। ৩২শ টন ওজনের স্প্যানটি নিয়ে যেতে ব্যবহার করা হয়েছে ৩৬শ টন ওজন বহনে সক্ষম ভাসমান ক্রেন।
 
এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মধ্যে দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। তিন মাসের ভেতরই বসলো তৃতীয় স্প্যানটি।

পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং ওজন ৩ হাজার ১৪০ টন। মোট ৪২ টি পিয়ারের ওপর স্প্যান বসবে ৪১টি।