Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

ব্রেকিং নিউজ

শুটিংয়ে গেলেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী বিনোদন

শুটিংয়ে গেলেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী

মা হঠাৎই চলে গিয়েছেন। দেখে যেতে পারেননি তাঁর ডেবিউ ফিল্ম। সে দুঃখ নিয়েই ফের শুটিংয়ে গেলেন জাহ্নবী কপূর। শ্রীদেবীর মৃত্যুর পর গত বৃহস্পতিবার প্রথম কাজে ফেরেন তিনি।

এই মূহূর্তে ‘ধড়ক’-এ শুটিংয়ে ব্যস্ত জাহ্নবী। করন জোহরের প্রযোজনায় এই ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করবেন ঈশান খট্টর। শ্রীদেবীর আদরের জানুর এটাই ডেবিউ ছবি।

মেয়ের বলিউডে এন্ট্রি নিয়ে নাকি বেশ চিন্তিত ছিল প্রয়াত অভিনেত্রী। ছবিতে মেয়ের চরিত্র কেমন হবে, তাঁর লুক কেমন হবে, তা নিয়ে একাধিকবার বৈঠক করেছিলেন করন জোহরের সঙ্গে। মায়ের পেশাই মেয়ে বেছে নেওয়ায় শ্রীদেবীর পক্ষে পরামর্শ দেওয়া অনেক সহজ ছিল। কিন্তু ছবির মুক্তির আগেই হঠাৎ প্রয়াত হন তিনি।