Opu Hasnat

আজ ১৯ জুন মঙ্গলবার ২০১৮,

দুর্গাপুরে কবি সম্মেলন শিল্প ও সাহিত্যনেত্রকোনা

দুর্গাপুরে কবি সম্মেলন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চন্ডিগড় ইউনিয়নে মানবকল্যানকামী অনাথালয় মিলনায়তনে বুধবার রাতে ৩য় তম বিশ্ববান্ধব কবি সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। 

অধ্যাপক ও কবি শফিউল আলম স্বপন এর সঞ্চালনায় আশ্রমের সভাপতি সুবল দে এর সভাপতিত্বে আলোচনা করেন, আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীল নিত্যানন্দ গোস্বামী নয়ন, কলমাকান্দা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি মোঃ মঞ্জুরুল হক তারা, এডভোকেট মানবেন্দ্র বিশ্বাস উজ্জল, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, কবি দুনিয়া মামুন প্রমুখ। আলোচনা শেষে নেত্রকোনা, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার ৩০ জন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এছাড়া দুর্গাপুর উপজেলার ননব্বই দশকের আলোচিত কবি অনিন্দ্য জসিমকে সম্মাননা প্রদান করা হয়।