Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত মাগুরা

মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্ত ও বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আজ মাগুরায় দিবস টি বিশেষ গুরুত্বের সাথে উদযাপিত হয়েছে।দিবস টি পালন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সকালে মাগুরা শহরে আনন্দ র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

মাগুরা জেলা প্রশাসক মাগুরা অডিটোরিয়ামে বিকালে  আলোচনা সভা ও সাংস্কৃুতিক অনুষ্টানের আয়োজন করে।  মাগুরা শিশু একাডেমী সকালে মাগুরা শিল্পকলা একাডেমীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভ্ষান প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্টানে আয়োজন করে ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ড প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।