Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

ডিএসইতে লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে অর্থ-বাণিজ্য

ডিএসইতে লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে

দেশের পুঁজিবাজারে তারল্য সংকট ফের তীব্র হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই ধারবাহিকভাবে কমছে লেনদেনের পরিমাণ। দুই সপ্তাহ আগেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০০ কোটি টাকার বেশী লেনদেন হয়েছিল। তা থেকে কমে গত কয়েকদিন লেনদেন ৫০০ থেকে ৬০০ কোটি টাকার ঘরে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন নেমে এসেছে ৪০০ কোটি টাকার ঘরে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৭৩ লাখ টাকা। গত দেড় মাসের মধ্যে এটি ডিএসইর সর্বনি¤œ লেনদেন। এর আগে গত ৬ জুলাই ডিএসইতে সর্বনিম্ন ৪২৩ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়েছিল। এদিকে লেনদেনের পাশাপাশি সূচকও কমেছে। বৃহস্পতিবারের তুলনায় ডিএসই’র প্রধান সূচক পতন হয়েছে ৮.৪৪ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮৩১.৭১। বৃহস্পতিবার সূচক বেড়েছিল ২৩.১৮ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩১৭টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। এদিকে বৃহস্পতিবার ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকার বেশী লেনদেন হলেও রবিবার ৪৬৭ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় লেনদেন কমেছে ১২৯ কোটি ২৩ লাখ টাকা। লেনদেন কমার এ হার ২১.৬৪ শতাংশ। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৫.৮৪ পয়েন্ট কমে দিনশেষে ৯০২১.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।

এই বিভাগের অন্যান্য খবর