Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

ব্রেকিং নিউজ

সৈয়দা রূখসানা জামান শানু’র কবিতা ‘প্রতিটি নিশ্বাসের জন্য ঋণী’ শিল্প ও সাহিত্য

সৈয়দা রূখসানা জামান শানু’র কবিতা ‘প্রতিটি নিশ্বাসের জন্য ঋণী’

আমি পূণরায় জীবিত হয় রোজ সকালে
রোজকার মত ছুটে চলি ক্লান্তি ঝেড়ে
ব্যস্ত হয়ে পড়ি এ-কাজ সে-কাজ নিয়ে
মাটিতে থাকি অথচ সুর্যের আলো চাই
অহংকারের ডানা মেলে উড়ে বেড়াই
শীতল পরশে মৌসুমী বায়ুর বয়ে যাওয়া 
আরো চাই জোছনা ভরা চাঁদের মুখখানা!

জীবনের চাওয়া পাওয়ার হিসাবে
গভীর থেকে গভীরতরও বিভোরে
আকাশ মাটি সবখানে সময়ের ভাঁজে
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
ছুটে চলায় কত যে ডাক সুনাম
সে সুনামে বিভোর সারাদিনমান 
যায় ভুলে তোমার সকল গুনগান
ক্ষমা কর ক্ষমা চায় এ বিবেকহীন!

হে রাব্বুল আলামিন তোমার কাছে আমি
প্রতিদিনের প্রতিটি নিশ্বাসের জন্য ঋণী
অজানা পাপিষ্ট অতি নগন্য বান্দা
করূনা দিয়ে আমায় তুমি করো ক্ষমা 
যেমন প্রতি রাতের পর আমায় এক নতুন জীবন দান কর 
তেমনি ক্ষমা করে আমায় তোমার সকল অনুগ্রহ দান কর !

কপিরাইট@সৈয়দা রূখসানা জামান শানু
লেখনির স্থান : বাইতুল আমান, মোহাম্মদপুর, ঢাকা
১৪/১১/২০১৭খ্রী: দুপুর ১টা