Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ওবায়দুল কাদেরের মা আর নেই রাজনীতি

ওবায়দুল কাদেরের মা আর নেই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা আর নেই (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় নোয়াখালীর নিজ বাড়িতে বাড়িতে স্ট্রোক করেন তিনি।

সোমবার বিকাল ৩টার দিকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেয়া হয় তাকে। সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মায়ের পাশে দীর্ঘ সময়ও কাটান ওবায়দুল কাদের। এ সময় তিনি মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে ভুগেছেন বেগম ফজিলাতুন্নেসা।

বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে এক শোকবার্তায় তিনি মৃতের আত্মার শান্তি কামনা করেন।

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।