Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

ব্রেকিং নিউজ

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮২তম জন্ম বার্ষিকী পালিত মুক্তিবার্তানড়াইল

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮২তম জন্ম বার্ষিকী পালিত

স্বাধীীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখের ৮২তম জন্মবার্ষিকী জন্মস্থান নড়াইলে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের  নূর মোহাম্মদ নগরে র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতিস্তম্ভ চত্বরে গিয়ে শেষ হয়।  

এসময় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ’র পরিবারের সদস্যরা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ যাদুঘর ও পাঠাগারে এ উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ  শেখ ট্রাস্টের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায়  মহান এই বীরের জীবনী নিয়ে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, প্রধান বক্তা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এ্যাডভোকেট এস এ মতিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট গোলাম নবী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল, ট্রাস্টের সদস্য সচিব ও চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভূইয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকারী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মজিদ সরদার, শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান মুকুল প্রমুখ। 

বক্তারা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের ব্যাপারে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়কে জাতীয়করণ, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায় এমপিওভূক্তি, বীরের বসতভিটায় নির্মিত স্তম্ভ এলাকায় প্রাচীর নির্মাণ, একটি বিশ্রামাগার নির্মাণ ও এলাকার রাস্তাঘাটের উন্নয়নের দাবি জানানো হয়।

নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)।  বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। 

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর