Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ধর্ষনের মামলায় দুই জনের যাবজ্জীবন কুষ্টিয়া

কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ধর্ষনের মামলায় দুই জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক মাহাম্মুদুল হক এ রায় প্রদান করেন। এ সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। 

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- কুমারখালী উপজেলার নন্দলালপুরে গ্রামের নাজমুল (৩০) ও একই গ্রামের আজম ওরফে সাগর (৩০)।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৫ সালের ২৮ আগষ্ট প্রতিদিনের ন্যায় সকালে স্কুল ছাত্রী নাজমুলের অটোরিক্সা যোগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার আলাউদ্দিন নগর মোড়ে নাজমুল অটোরিক্সা থামায়। এ সময় তার বন্ধু আজম ওরফে সাগরকে মোবাইলে ডেকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে অপহরন করে। পরে কুষ্টিয়া শহরের একটি বাসায় আটকে রেখে তাকে জোরপূর্বক নাজমুল ও সাগর ধর্ষন করে। এ ঘটনায় স্কুল ছাত্রী বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করে। 

স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ সোমবার বিচারক তাদের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।