Opu Hasnat

আজ ১৫ ডিসেম্বর শনিবার ২০১৮,

ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী স্মৃতি ভলিবল টুর্নামেন্টে ব্রাহ্মনডাঙ্গা চ্যাস্পিয়ন খেলাধুলাফরিদপুর

ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী স্মৃতি ভলিবল টুর্নামেন্টে ব্রাহ্মনডাঙ্গা চ্যাস্পিয়ন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এতিহ্যবাহী এম এন একাডেমী মাঠে শুক্রবার বিকালে ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ব্রাহ্মনডাঙ্গা যুব সংঘ  ১০০-৮৪ পয়েন্টে ফরিদপুরের ফয়সাল ভলিবল টিমকে পরাজিত করে চ্যাস্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নগরকান্দা পৌরসভা আয়োজিত ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী স্মৃতি ভলিবল টুর্নামেন্ট-২০১৮ য়ের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি বিতরন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার জ্যেষ্ঠপুত্র আ’লীগ নেতা আয়মন আকবর চৌধুরী বাবলু, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পপাদক বেলায়েত হোসেন মিয়া, সহকারী কমিশনার ভুমি সরদার মোস্তফা শাহীন। 

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খন্দকার জাকির হোসেন নীলু, নগরকান্দা থানার ওসি এম লুৎফর রহমান, আ’লীগ নেতা ও লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, সংসদ উপনেতার ব্যাক্তিগত কর্মকতা আমিরুজ্জামান প্রিন্স, নগরকান্দা পৌর আ’লীগের সভাপতি মুন্নু মাতুব্বর, সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সোবহান মিয়া, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, কোদালিয়া শহীদনগর ইউনিনের চেয়ারম্যান মিজানুর রহমান, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, নগরকান্দা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইউশা মুন্সী, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মঈদুল ইসলাম লিখন, নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, নগরকান্দা উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল আমিন, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরান প্রমুখ।