Opu Hasnat

আজ ৩০ মার্চ শনিবার ২০২৪,

লোহাগড়ার চাচই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন

লোহাগড়ায় বেআইনি ভোটার তালিকা তৈরির অভিযোগ নড়াইল

লোহাগড়ায় বেআইনি ভোটার তালিকা তৈরির অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় চাচই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা, দাতা, অভিভাবক এবং তৎ সংক্রান্ত ভোটার তালিকা বেআইনি ভাবে তৈরির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১২ ফেব্রুয়ারি) নড়াইলের লোহাগড়া সহকারী জজ আদালতে উপজেলার চাচই গ্রামের আব্দুস ছালাম শেখের ছেলে মোঃ আতিয়ার রহমান বিদ্যালয়ের কার্যনির্বাহী পর্ষদের সভাপতিসহ ৯ জনকে বিবাদী করে এ অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে স্থানীয় শালনগর মর্ডাণ একাডেমীর ৬ষ্ঠ শ্রেনীর নিয়োমিত ছাত্র যার রোল নং-১০ তাকে চাচই মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র হিসেবে ভোটার তালিকার ৭৪ নং ক্রমিকে দেখানো হয়েছে। একই ভাবে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের এল,এস,জে,এন ইউনিয়ন ইনিষ্টিটিউশনের ৮ম শ্রেনীর ছাত্র মোঃ নয়ন সেখকে চাচই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হিসেবে ভোটার তালিকায় দেখানো হয়েছে। এমন অভিযোগ আরও বেশ কিছু শিক্ষার্থীর ক্ষেত্রেও রয়েছে।

অভিযোগ আমলে এনে মোকাম-লোহাগড়া সহকারী জজ আদালত, নড়াইল বিবাদীগনকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানের নোটিশ জারি করেন।

এ বিষয়ে চাচই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক নির্মল কুমার কুন্ডু বলেন, বিদ্যালয়ের সভাপতি আদালতের নোটিশের জবাব দিয়েছেন। তিনি আরও বলেন, সঠিক বেঠিক বুঝি না। কাগজ পত্র পেয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করেছি।