Opu Hasnat

আজ ১৫ ডিসেম্বর শনিবার ২০১৮,

চিলাহাটিতে বিভিন্ন সংগঠনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নীলফামারী

চিলাহাটিতে বিভিন্ন সংগঠনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মহান ২১ ফেব্রুয়ারী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চিলাহাটির বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজ একুশের প্রথম প্রহরে চিলাহাটি সরকারী কলেজ প্রঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম। চিলাহাটি গর্লস স্কুল এন্ড কলেজের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আইয়ুব আলী। চিলাহাটি জে.ইউ.ফাজিল (বি.এ) মাদ্রাসার পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাকির হোসেন। সকাল ৯ টায় বিভিন্ন সংগঠন চিলাহাটি হাইস্কুল গেট থেকে ডাকবাংলো পর্যন্ত এক বিশাল র‌্যালী বের করে। র‌্যালী শেষে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ মুরাদ আলী প্রামানীক, হাফিজুর রহমান বকুল, আসাদুজ্জামান ফিলিপ। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচাজ ফজলুর রহমান, এস.আই জাহাঙ্গীর আলম, এ.এস.আই হাসিবুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোগডাবুড়ী কমান্ড এর আহব্বায়ক আব্দুল জব্বার কানু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার উপদেষ্টা একরামুল হক,সভাপতি এ.কে.এম শাহাদাৎ হোসেন, সদস্য সহিদুল হোসেন লিটন, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা চিলাহাটির সভাপতি মমিনুল ইসলাম লুলু, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশেকুর রহমান, দপ্তর সম্পাদক আহসান হাবীব লিপন, ক্রীয়া সম্পাদক আব্দুল মজিদ, যুবলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, সাধা-সম্পাদক লুৎফর রহমান লিটু, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর পক্ষে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আপেল বসুনীয়া, নির্বাহী সম্পাদক আহসানুল কবীর, বার্তা সম্পাদক মাহবুবুল আলম ওহাবুল, ষ্টাফ রির্পোটার বখতিয়ার ঈবনে জীবন, ফিউচার ক্যান্ডেল এর পক্ষে আলহাজ্ব মোজাম্মেল হক, সানমুন কিন্ডার গার্টেন এর পক্ষে আজাদুল হক প্রামানীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ডোমার উপজেলার সাধাঃ সম্পাদক রেয়াজুল ইসলাম কালু, ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি সফিকুল ইসলাম কাজল, ছাত্র বিষয়ক সম্পাদক রেজওয়ানুল করীম সাজি, ছাত্রদল ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার আহব্বায়ক শাহরিয়ার সুমনসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।