Opu Hasnat

আজ ১৫ ডিসেম্বর শনিবার ২০১৮,

মোরেলগঞ্জে জাসদ জেএসডি’র কার্যালয়ের উদ্বোধন বাগেরহাট

মোরেলগঞ্জে জাসদ জেএসডি’র কার্যালয়ের উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (জেএসডি)’র কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বারইখালী এডিশনাল এসপি রোডের এ নব কার্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
   
জাসাদ উপজেলা সভাপতি নীল রতন মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি শেখ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহামন, সহ-সভাপতি আব্দুল লতিফ খান, শরণখোলা উপজেলা জাসদ সভাপতি মোঃ কবির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মোঃ রুবেল খান, সহ-সভাপতি আব্দুল মালেক কবিরাজ, মোঃ ইউনুছ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।