Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চুয়াডাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে হতাহত ৪ চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে হতাহত ৪

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পৃথক তিনটি ঘটনায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার বিকেল হতে রাত সাড়ে ৮টার মধ্যে পৃথক এ ঘটনা তিনটি ঘটেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাঁথুলি গ্রামে আলাউদ্দিনের মেয়ে শারমিন (১৭) ইলেকট্রিক মিস্ত্রিকে সহযোগিতা করতে গিয়ে খোলা সুইচে হাত দিলে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ দিকে রাত ৮টার পর সদর উপজেলার আলোকদিয়া গ্রামের হাশেমের ৪র্থ শ্রেনীতে পড়–য়া ছেলে নিপুন (১১) মোবাইল ফোনের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে আহত হয়। ওই সময় তার বোন বেবী (২৫) বিদ্যুৎ¯পৃষ্টে আহত হন। 
এ ছাড়া বিকেল ৫টার দিকে জাফরপুর বাজারের কাছে কবরস্থানের ভেতর দাঁতন কাটতে গিয়ে ধারালো অস্ত্রের সঙ্গে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে জামান উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মনি (২৬) গুরুতর ভাবে আহত হয়। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাউদ কবির জানান, আহতরা বর্তমানে শঙ্কামুক্ত।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, বিদ্যুৎ¯পৃষ্টে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত করা হয়নি। #