Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

বিশ্বজাকের মঞ্জিল ফেরত গাড়ীর চাপ : দৌলতদিয়া ঘাটে ৮ কিলোমিটার জুড়ে যানজট রাজবাড়ী

বিশ্বজাকের মঞ্জিল ফেরত গাড়ীর চাপ : দৌলতদিয়া ঘাটে ৮ কিলোমিটার জুড়ে যানজট

ফরিদপুরের আটরশি বিশ্বজাকের মঞ্জিলের ওরশ ফেরত অতিরিক্ত যানবাহনের চাপে মঙ্গলবার দুপুরের পর থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল নাগাদ ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ রেলগেট এলাকা পর্যন্ত যানবাহনের সারি প্রায় ৮ কিলোমিটার ছাড়িয়ে যায়। এসময় যাত্রীরা প্রচন্ড দুর্ভোগ পোহান। 

বিআইডব্লিউটিসির ও ঘাট সংশ্লিষ্ট অন্যান্য সূত্র জানায়, ওরশ পালন শেষে বিশ্বজাকের মঞ্জিল দরবার থেকে সারা দেশের শত শত যানবাহন বোঝাই ভক্তরা একযোগে ফিরতে শুরু করে। এতে মঙ্গলবার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ের অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি হয়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর পাল্লার যাত্রীবাহী কোচ ও পন্যবাহী ট্রাকের পাশাপশি অতিরিক্ত এ সকল যানবাহন ঘাটে আসায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ রুটের ফেরি বহরে বর্তমানে ১৫ টি ফেরি যানবাহন পারাপার করছে। এছাড়া ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকা গত তিন দিন ধরে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। ঘাটে সৃষ্ট যানজটে বিকেল নাগাদ হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া অফিসের ম্যানেজার (বানিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, এ রুট দিয়ে নিয়মিত চলাচলকারী যানবাহনের সাথে অতিরিক্ত যানবাহন যোগ হওয়ায় নদী পাড়ের অপেক্ষায় ঘাটে গাড়ির সিরিয়াল সৃষ্টি হয়। তিনি আরো বলেন, ‘তবে দ্রুত সময়ের মধ্যে বিকল ফেরি চন্দ্রমল্লিকা নৌরুটে যোগ দেয়ার কথা রয়েছে। আশা করছি রাতের মধ্যে আটকে থাকা সকল যাত্রীবাহি যানবাহন গুলো পর্যায়ক্রমে নদী পারাপার করা সম্ভব হবে।’