Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ঝালকাঠিতে কবি জীবনানন্দ দাসের ১১৯তম জন্মবার্ষিকী পালিত ঝালকাঠি

ঝালকাঠিতে কবি জীবনানন্দ দাসের ১১৯তম জন্মবার্ষিকী পালিত

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের ১১৯ তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। কবি কামিনী রায় ও জীবনানন্দ দাস স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে ঝালকাঠিতে এ বছর জন্মবার্ষিকী পালন করেছেন। আয়োজনের মধ্যে ছিল, বর্ণ্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতি রক্ষার্থে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান। রোববার সকাল ১০ টায়  শিশু পার্কে কবির এ জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। 

অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ডাঃ কামরুন্নেছা আজাদ। কবি কামিনী রায় ও জীবনানন্দ দাস স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব আ ফ ম আজিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঝালকাঠি মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ক্রিড়া ও সংস্কৃতিবিদ হাবিবুর রহমান হাবিল প্রমূখ।