Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ আবাসনে অগ্নিকান্ডে ১২টি ঘর ভস্মিভূত চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ আবাসনে অগ্নিকান্ডে ১২টি ঘর ভস্মিভূত

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ আবাসনে আগুন লেগে কমপক্ষে ১২টি ঘর পুড়ে গেছে। হতদরিদ্র পরিবারের ঘর, ঘরে থাকা মালামাল পুড়ে নগদ টাকাসহ আনুমানিক দু’লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত দু’টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটের পাশেই রয়েছে আবাসন প্রকল্পের বসতবাড়ি। হতদরিদ্র পরিবারের বসতবাড়িতে মধ্যরাতে আগুন লাগলে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততোক্ষণে ১২টি ঘর পুড়ে ভস্মিভূত হয়। মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রায় অর্ধশত ঘরের মধ্যে ১২টি ঘরের মালামাল পুড়ে গেছে। গত ১২ ফেব্রুয়ারী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসনে অনুরুপ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।