Opu Hasnat

আজ ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০১৯,

নড়াইলে ভয়াবহ অগ্নিকান্ড নড়াইল

নড়াইলে ভয়াবহ অগ্নিকান্ড

নড়াইলের কালিয়া পৌরসভার হাসপাতাল সড়ক এলাকায় অগ্নিকান্ডে চারটি দোকান ও একটি বৈদ্যুতিক খুঁটি পুড়ে গেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি ফার্নিচারের দোকান এবং একটি ওষুধের দোকান রয়েছে। এছাড়া একটি বসতঘর আংশিক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ফার্নিচার দোকানিরা হলেন-বিজন দাস, পঞ্চানন বিশ্বাস ও মিজানুর রহমান এবং ওষুধ দোকানি মনোজ দাস। এছাড়া কল্যাণ দাসের বাড়ির কিছুটা পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্থ দোকানি বিজন দাস জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যরা জানান, স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। 

কালিয়া উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। নড়াইল জেলা শহর থেকে ফায়ার সার্ভিস আসার আগেই সবকিছু আগুনে পুড়ে যায়।